শীতে আমাদের নানা ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দেয় । এ ঋতু গাছপালাদের জন্য খুবই একটা চ্যালেঞ্জিং সময়। ঠান্ডা আবহাওয়া ও নিম্ন তাপমাত্রার কারণে আমাদের পছন্দের গাছ গুলোতে নানা সমস্যা দেখা যায়। একটা সমস্যা হল গাছ শুকিয়ে যাওয়া।
এক্ষেত্রে কিছু টিপস অনুসরণ করলে এই ঠান্ডা আবহাওয়ার মধ্যেও আপনার গাছগুলোকে সুস্থ রাখতে পারবেন।
পানি দেওয়ার পদ্ধতি বদল করুন: শীতকালে গাছের পানি কম প্রয়োজন হয় ।না হলে কাছের বৃদ্ধি ধীর হয়ে যায়। তাই এই সময় গাছে অতিরিক্ত পানি দেওয়া থেকে বিরত থাকুন। মনে রাখবেন বেশি পানি দিলে শিকড় পচে যেতে পারে। মাটি ভালোভাবে শুকিয়ে গেলে তারপরে পানি দিতে হবে তবে গাছের পানি যাতে স্থির না হয় সে ক্ষেত্রে খেয়াল রাখতে হবে।
গ্রীষ্মকালে কিছু সূর্যালোক সরবরাহ রাখতে হবে: ঠান্ডা আবহাওয়ায় গাছপালা বেশি তাপ সহ্য করে না, শীতের সময় সূর্যের শক্তি বেশি থাকে তাই এই সময় গাছগুলোকে কিছুক্ষণ সূর্যের আলোয় রাখুন । তাতে করে গাছগুলো সুস্থ থাকবে।
জায়গা পরিবর্তন করে: শীতকালে গাছগুলোকে এমন জায়গায় রাখুন যেখানে ঠান্ডা বাতাস কম লাগে প্রয়োজনে ঘরের ভিতরে রাখতে পারেন অথবা সামান্য শেড করেও রাখতে পারেন ঘন কুয়াশা গাছের জন্য ক্ষতিকর।
পুরুনিং করে : গাছের অবাঞ্ছিত ডালপালা কেটে ফেলতে হবে তাহলে গাছের স্বাস্থ্য ভালো থাকবে।
কম খাবার দিতে হবে: শীতকালে অধিকাংশ গাছে ডরমেন্সিতে থাকে তাই এই সময় খাবার কম দিতে হবে
Awal Express is a Bangladeshi Online Platfrom