পছন্দের ইনডোর প্ল্যান্টস এনে ঘর সাজালেন। কিছুদিন গাছ ভালো থাকলেও অল্প দিনেই গাছ দুর্বল হয়ে পাতা ঝরতে লাগলো, ডাল মরে গেলো কিংবা গাছ বড়ই হলো না। আপনি বুঝতে পারছেন না কী সমস্যা হয়েছে । সমস্যা কোথায়? নিয়মিত যারা গাছের যত্ন নেন, তাদের কাছে এসব সমস্যা খুব বেশি না, যারা একদম নতুন বা ব্যস্ততার কারণে গাছের সময় দিতে পারেন না তাদের ইনডোর প্ল্যান্টস নিয়ে ঝামেলায় পড়তে হয়। কীভাবে ইনডোর প্ল্যান্টের যত্ন নিলে ভালো থাকবে চলুন জেনে নেই……
ইনডোর প্ল্যান্টের যত্ন নিতে যে যে বিষয়ে খেয়াল রাখতে হবেঃ
নিয়মিত গাছে পানি দেওয়া প্রয়োজন
গাছের নিয়মিত পানি প্রয়োজন। মাটিকে একদম শুকনো না রেখে কিছুটা ময়েশ্চারড রাখতে হবে। মাটি যদি খুব বেশি শুকনো অথবা অতিরিক্ত ভেজা থাকে, তাহলে গাছের বৃদ্ধি হবে না । একদম কম পানি এবং অতিরিক্ত পানি ও গাছের ক্ষতিকর। মাটির উপরিভাগে বা গাছের গোড়ায় পানি জমে থাকে তবে বুঝতে হবে গাছে অতিরিক্ত পানি দেওয়া হয়েছে। এমন হলে গাছ মরে যেতে পারে। তাই পানি জমা দেখলেই বাড়তি পানিটুকু ফেলে দিতে হবে। মাটি দেখে যদি শুকনো মনে হয় বা মাটির সাধারণ রং বদলে গেছে এমন লাগে তাহলে অবশ্যই গাছে পানি দিতে হবে। অল্প অল্প করে প্রতিদিন দিতে হবে। সম্ভব না হয় তাহলে একদিন পর পর পানি দিলেও হবে।
পরিমিত সূর্যের আলো
গাছ এমন জায়গায় রাখতে হবে যেখানে পরিমিত সূর্যের আলো পাই। গাছ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করে। তাই সূর্যের আলোর পরিমাণ সময় এবং গাছের বৃদ্ধির উপর প্রভাব ফেলে। গাছ কখনো সরাসরি রোদে রাখা যাবে না, ঘরের এমন জায়গায় রাখতে হবে যেখানে খুব কড়া নয় পর্যাপ্ত আলো টুক আসে। যে গাছে ফুল আসে ওইসব গাছে প্রতিদিন ১২ থেকে ১৬ ঘণ্টা আলো প্রয়োজন।
গাছ বারবার নড়াচড়া করা যাবে না
গাছ এক জায়গা থেকে অন্য জায়গায় বেশি নেওয়া যাবে না এতে করে গাছের ক্ষতি হয়।কোন গাছ যদি অন্ধকার জায়গায় বড় হয়ে থাকে তাহলে তাকে সরাসরি রোদের আলোতে নেয়া যাবে না। গাছে একদম ঠান্ডা পানি অথবা একদম গরম পানি দেওয়া মোটেও উচিত না। গরম পানি দিলে গাছের শিকড় পচে যাবে কিংবা গাছ মারাও যেতে পারে। অপরদিকে ঠান্ডা পানি দিলে গাছের গ্রোথ কমে যাবে অথবা গাছের পাতা ঝরে যাবে।গাছের পাতায় মাঝেমধ্যে পানি স্প্রে করে দিতে হবে। কয়েকটি গাছ একসঙ্গে রাখলেও তাদের মধ্যে নিজেদের আদ্রতা ছড়িয়ে পড়ে এতে গাছ ভালো থাকে।

মাটিতে সার প্রয়োগ
বেশিরভাগ গাছে 10 10 10 সার প্রয়োজন হয়। ইনডোর গাছে জন্য পরিমাণমতো সার দিতে হবে। ক্যাকটাস ,সার্কুলেন্ট মরুভূমির গাছ তাই, বালি পাথর পছন্দ করে। এগুলো গাছের জন্য পানির নিষ্কাশন ব্যবস্থা ভালো হতে হবে। পটের নিচে যেন ছিদ্র থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। গাছের অতিরিক্ত শাখা প্রশাখা কেটে দিতে হবে।
গাছে পোকার আক্রমণ
গাছে পোকা আক্রমণ যাতে না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। গাছের মরা পাতা ছিঁড়ে ফেলতে হবে তা না হলে অন্য ভাল কথার ক্ষতি হবে। পাতা থেকে ধুলাময়লা পরিষ্কার করতে হবে গাছের পাতায় প্রচুর ধুলা ময়লা জমে এতে গাছের সৌন্দর্য নষ্ট হয় । গাছ গাছের পাতা পরিস্কার কাপড় অথবা ব্রাশ দিয়ে মুছে দিতে হবে। যেগুলো গাছ একটু বড় হয় সেগুলো সপ্তাহেও অন্তত একদিন ধুয়ে দিতে হবে।
গাছের পোকা দমন
গাছের পোকা দমন করতে হবে গাছের আরেকটি বড় সমস্যা পোকার আক্রমণ । মিলিবাগ এর মত ছোট ছোট পোকা গাছে আক্রমণ করে। এই প্রকার আক্রমণ থেকে রক্ষার জন্য নিকটস্থ নার্সারি থেকে কীটনাশক এনে স্প্রে করে দিতে হবে।
আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছের বিকল্প নাই তাই প্রচুর পরিমাণ গাছ লাগান । গাছের যত্ন নিন, পরিবেশ বাঁচান, আর নিজে ভালো থাকুন।
Awal Express is a Bangladeshi Online Platfrom