কিছু ইনডোর প্ল্যান্টের দারুণ আইডিয়া

Indoor Plant

কর্মব্যস্ত এই যান্ত্রিক শহরে অনেকের বাগান করা ইচ্ছা থাকলেও হয়ে ওঠে না। শুধু যে বাগান করা তা নয় নিজের ঘরটাকে একটু ডেকোরেট করা কিংবা সাজিয়ে রাখতে ইনডোর প্ল্যান্টের আইডিয়াটা খুবই সুন্দর। এতে আমাদের অনেক উপকার হবে প্রথমত আমাদের ঘরের বাতাসটা বিশুদ্ধ হবে আবার কিছু কিছু ইনডোর প্ল্যান্ট আছে যেগুলো ঘরের টক্সিন দূর করে। আপনার ঘরের একটা ভিন্ন লুক কিনে দিতে পারে এই ইনডোর প্লান্ট। কিন্তু আপনি কিভাবে এই ইনডোর প্লান্ট করতে পারেন সে বিষয়ে কিছু ধারনা দিব। সুস্পষ্ট ধারণা না থাকলে এলোমেলো গাছ রাখলে সেটা ভালো নাও লাগতে পারে তাই চলুন দেখে নেওয়া যাক ঠিক কিভাবে ইনডোর প্ল্যান দিয়ে ঘর সাজানো যায়

ইনডোর প্লান্ট এবং শোভা বর্ধনকারী গাছ হিসাবে ব্যবহার করা যায় সিলভার কুইন, হাইডেনজিয়া, চায়না বাঁশ, লাকি বাম্বু, বিভিন্ন জাতের মানি প্লান্ট, ক্যাকটাস, সাকুলেন্ট, ছোট আকারের বনসাই, বিভিন্ন জাতের অর্কিড, ফান, এরিকা পাম, স্নেক প্লান্ট ইত্যাদি। ঘরের আকার এবং গাছের আকার আকৃতি অনুযায়ী বিভিন্ন স্থানে গাছগুলো সাজিয়ে রাখা যায়।

ceramic planter

ঘরের দরজা কিংবা লিফট এর সামনে বড় কিছু গাছ রাখা যায় যেমন এরিকা পাম, মানিপ্লান্ট, পাতাবাহার ইত্যাদি। যেহেতু ফ্লোরে রাখা হবে তাই কিছু উঁচু ধরনের স্ট্যান্ড ব্যবহার করতে পারেন। এই ধরনের বড় গাছ বসার ঘরের বিভিন্ন কর্নারে রাখা যেতে পারে। বিভিন্ন প্রজাতির অর্কিড , ফান, মানিপ্লান্ট ঘরের বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রাখতে পারেন। যেগুলো গাছের হাইট কম এগুলো বিভিন্ন টেবিলে রাখতে পারেন। টেবিলে রাখার জন্য সিরামিক টপ ব্যবহার করতে পারেন। তাতে আপনার গাছের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে তেমনি বৃদ্ধি পাবে আপনার টেবিলের সৌন্দর্য।

Indoor plant

আমাদের শহরের বারান্দাগুলো খুব বেশি বড় নয় তাই সেখানে বড় গাছ রাখা যাবে না, বারান্দায় কিছু ঝুলন্ত গাছ রাখা যায় আবার গ্রিলে কিছু স্ট্যান্ড দিয়ে গাছ রাখা যেতে পারে।

প্লাস্টিক অথবা সিরামিক পটে পানি ভর্তি করে রাখা যেতে পারে বিভিন্ন গাছ যেমন শাপলা,পদ্ম, কচুরিপানা ইত্যাদি। অল্প জায়গায় বেশি গাছ রাখা যায় এমন স্ট্যান্ড বাজারে কিনতে পাবেন।

Planter rack

গাছ লাগানোর পরে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হল গাছে যত্ন নেওয়া। অল্প জায়গা পরিমিত আলোতে গাছগুলো বেড়ে ওঠে তাই তাদের যত্নে কমতি দেওয়া যাবে না। এসব গাছ লাগানোর জন্য মাটি প্রস্তুত খুবই গুরুত্বপূর্ণ মাটির সাথে জৈব সার এবং অন্যান্য উপাদান ভালোভাবে মিশাতে হবে। মনে রাখতে হবে মাটির মিশ্রণটা যেন ভালো হয়।

ceramic planter

আপনার গাছের সৌন্দর্য বৃদ্ধির জন্য সিরামিকের টব , ভালো ডিজাইন করা মাটির টব কিংবা ভালো মানের প্লাস্টিকের টব ব্যবহার করতে পারেন। যেহেতু অল্প জায়গায় লাগানো হবে গাছগুলা তাই ছোট আকৃতির টব ব্যবহার করা ভালো। ঝুলানো গাছের ক্ষেত্রে খুব বেশি বড় টপ ব্যবহার না করাই ভালো।। ঝুলানো গাছগুলা এমনভাবে ঝুলাতে হবে যেন সহজে পানি দেওয়া যায়। অতিরিক্ত পানি গাছের শিকড় পচিয়ে ফেলে তাই লক্ষ্য রাখতে হবে টবের নিচে যেন ছিদ্র থাকে।

আপনাদের কাছে যে টব গুলো আগে থেকে আছে সেগুলো আপনারা দড়ির ছিকা কিনে ঝুলিয়ে রাখতে পারেন।

পড়ার টেবিলে একটা গাছ রাখতে পারেন। পড়তে পড়তে ক্লান্ত বোধ হলে গাছের দিকে তাকালে কিছুটা স্বস্তি বোধ হবে।

অফিসের টেবিলে অথবা সাইড টেবিলে একটা মিডিয়াম সাইজের গাছ রাখা যায় যা আপনার রুচির পরিবর্তন ঘটাবে।

Ceramic Planter

ইনডোর গাছ গোলা শহরের বিভিন্ন জায়গায় রাস্তার পাশে অথবা নার্সারিতে পাবেন অনলাইনে এখন অনেক গাছ বিক্রি হচ্ছে সেখান থেকেও কালেকশন করতে পারবেন তাছাড়া ফেসবুকে অনেক গ্রুপ আছে যেখানে গাছ বিক্রয় হয় তবে লক্ষ্য রাখতে হবে যার কাছ থেকে গাছ কিনবেন সেজন্য সুস্থ গাছ দেয়। সপ্তাহে অন্তত একবার গাছগুলোকে রোদে দিতে হবে।

যে গাছগুলো পানিতে থাকে সেই পানি সপ্তাহে অন্তত একবার পরিবর্তন করতে হবে তা না হলে সেখানে মশার উপদ্রব হবে। গাছের পুষ্টি নিশ্চিত করতে বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করতে পারেন। মাঝে মাঝে গাছের মাটি উল্টিয়ে দিতে হবে। যেহেতু গাছগুলা ঘরে এবং বারান্দায় থাকবে তাই একটা বিষয় খুবই খেয়াল রাখতে হবে বাসায় যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চারা যেন গাছের পাতা ছিড়ে মুখে না দেয় কারণ অনেক গাছের পাতা বিষাক্ত ।