আমরা অনেকে ঘরে গাছ রাখতে পছন্দ করি। ঘরে হয় অনেক রকম গাছ আছে তার মধ্যে কিছু গাছ আছে শুধু পানিতে বেঁচে থাকে ।সারা বছরই পানিতে রাখতে পারবেন পানিতে হয় এমন পাঁচটি ইনডোর প্লান্ট ও তাদের যত্ন জেনে নিন আজ-
১. পোথোস বা মানি প্লান্ট।
আমরা মানিপ্লান্ট নামেই এই গাছটি বেশি চিনি আর বেশিরভাগ বাগানির ই গাছ শুরু হয় এই মানিপ্লান দিয়ে। বালি মাটি বা পানি যে কোন পরিবেশেই যে কোন জায়গায় এই গাছটি বেঁচে থাকতে পারে তাই এদের কদর অনেক বেশি। লতানো এই গাছের সবুজ পাতার সৌন্দর্য অনেক বেশি। পানিতে রাখলে এই গাছটি ছোট আকৃতিতে থাকে এবং সৌন্দর্য ধরে রাখে আর যদি মাটিতে রাগানো হয় তাহলে গাছের কান্ড এবং পাতা অনেক বড় বড় হয় তাতেও সৌন্দর্য অনেক বেশি।
২. লাকি বাম্বু
কিছুটা বাঁশের মত দেখতে তায়েক লাকি বাম্বু নামে ডাকা হয়। সবুজ পাতা, হালকা সবুজ পাতা, হালকা হলুদ সবুজ বিভিন্ন দাগের উপস্থিতি দেখা যায় এই গাছে। এই গাছের পাতা যেমন সুন্দর তেমনি সুন্দর তাদের শিকড় গুলা। স্বচ্ছ কাঁচের পাত্রে এদের শিকড় গুলা অনেক সুন্দর দেখা যায় স্বচ্ছ কাজের পাত্রে এই গাছটি আপনার পড়ার টেবিল অথবা অফিস টেবিলের সৌন্দর্য বৃদ্ধি করবে।
৩. স্পাইডার প্লান্ট
খুব অল্প পরিচর্যায় বেঁচে থাকে এই স্পাইডার প্লান্ট। এই স্পাইডার প্লান্ট যেমন মাটিতে বাঁচে তেমনি পানিতেও বেঁচে থাকে। ধোপালো এই গাছের গোড়ায় সুন্দর কান্ড থাকে। একসঙ্গে অনেকগুলো কান্ড ঝুলতে থাকে যেটা আপনি দেখতে পাবেন স্বচ্ছ কাছের পাত্রে রাখলে, তবে পানিতে রাখার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন শুধু কান্ডটা পানিতে ডুবে থাকে পাতা পানিতে থাকলে পচে যাবে। প্রয়োজনে ছোট উচ্চতার কাঁচের পাত্র ব্যবহার করতে পারেন।আর যদি ছোট উচ্চতার পাত্র না পাওয়া যায় তাহলে পাত্রের তলায় কিছু নুড়ি পাথর কিংবা কালারফুল পাথর দিতে পারেন।
৪. স্নেক প্লান্ট
সাপের মতো দেখা যায় বলে এই গাছের নাম স্নেক প্লান্ট। কোনটা সবুজ, কোনোটা গাড়ো সবুজ, কোনটা সাদা সবুজ পাতায় বিভিন্ন রকমের শেড দেখা যায়। গাছের পাতাগুলো পুর ু এবং রসালো দেখতে খুবই সুন্দর। এটা শিকড় দেখতে বেশ আকর্ষণীয়। গাছটি স্বচ্ছ কাঁচের পাত্রে রাখলে শিকড়ের সৌন্দর্য দেখা যায়।
৫. অ্যারোহেড প্লান্ট বা সিঙ্গোনিয়াম
অ্যারোহেড প্লান্ট কে নিশ্চিন্তে রাখতে পারেন ঘরে। শুধু পানিতে রাখতে পারবেন এই গাছটি। উজ্জ্বল সাদা সবুজ পাতার গঠন অনেকটা কচু পাতার মতো। এই গাছের বায়ু দূষণ মাত্রা কমানোর ক্ষমতা রয়েছে।
পানিতে হওয়া গাছে যত্ন:
- স্বচ্ছ কাঁচে জার, টেস্টটিউ, বিভিন্ন আচারের বয়াম ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে এজন্য কাছের পাত্রটি পরিষ্কার হয়।
- ইনডোর প্লান্ট হলেও গাছটি এমন জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত আলো বাতাস পায়।
- সপ্তাহে একদিন সরাসরি সূর্যের আলোতে রাখতে হবে।
- পানির নিচে যেন পাতা না যায় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে গাছ টি একটু উঁচু করে দিতে হবে।
- নিয়মিত পানি পরিবর্তন করতে হবে তা না হলে মশার উপদ্রব হতে পারে।
- পানিতে যদি সবুজ শ্যাওলা দেখা যায় তাহলে দ্রুত পানি পরিবর্তন করে ফেলতে হবে।
- মাসে একবার লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন।।





