ইনডোর প্ল্যান্টের যত্ন ও উপকারিতা,দিন দিন জীবন আমাদের যান্ত্রিক হয়ে উঠেছে। ইট পাথর আর কংক্রিটের শহরে আমরা বন্দী হয়ে যাচ্ছি। একটু বিশুদ্ধ বাতাস নেওয়াটা কঠিন হয়ে পড়েছে। তাই আমরা যদি প্রত্যেকে অল্প করে ইনডোর প্লান্ট আমাদের ঘরে রাখি তাহলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারব। 

Indoor Plant

ইনডোর প্লান্ট বাতাসকে বিশুদ্ধ করে।

নাসার গবেষণায় দেখা গেছে ইন্ডোর প্লান্ট ক্ষতিকার পদার্থ যেমন কার্বন-ডাই-অক্সাইড অ্যামোনিয়া কার্বন মনোক্সাইড আরও অনেক ক্ষতিকারক পদার্থ দূর করে। এগুলো মূলত মাথা ব্যাথা মানুষিক শান্তি অসুস্থতা ও এলার্জির কারণ হিসেবে পরিচিত।

ইনডোর প্ল্যান্ট মানসিক চাপ কমায়

সবুজ রং আমাদের দেহ ও মনে প্রশান্তি বয়ে আনে চারপাশে অনেক গাছপালা থাকলে মানসিক শান্তি বৃদ্ধি পায় তাছাড়া মনের চাপ কমাতে এবং রক্তচাপ কমাতে ইনডোর প্লান্ট ভূমিকা রাখে।

গৃহসজ্জা

গাছপালা আমাদের একঘেয়েমি আসবাবপত্র কে একটু অন্যরকম ভাবে সাজায়। বিভিন্ন রকমের ইনডোর প্লান্ট ঘরের বৈচিত্র বৃদ্ধি করে। টিভির পাশে, ঘরের কর্নারে, টি টেবিলের উপরে ছোট বড় কিছু গাছ রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়।

অর্থের সাশ্রয়

আমাদের গাছপালা অর্থের একটা অংশ বাঁচাতে পারে ।অনেক ইনডোর প্ল্যান্ট আছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে তাই সেগুলো বাজার থেকে না কিনে নিজেদের ঘরে থাকলে অর্থের অপচয় কম হয়।

কয়েকটি জনপ্রিয় ইনডোর প্ল্যান্ট

এরিকা পাম

এরিকা পাম খুব জনপ্রিয় ও পরিচিত ইনডোর প্ল্যান্ট । এলার্জি ও বায়ু দূষণের থেকে রক্ষা করে এই ইনডোর গাছটি।, জানালার পাশে, দরজার দুপাশে ব্যালকনিতে, ঘরের কর্নারে খুব সুন্দর লাগে । উচ্চতায় ২ থেকে ৮ ফুট পর্যন্ত হতে পারে।

মানি প্ল্যান্ট

ceramic planter

মানি প্ল্যান্ট বাতাস বিশুদ্ধকারক গাছ। এর বেশ কয়েকটি প্রজাতি পাওয়া যায়, স্নো হোয়াইট, , মার্বেল কুইন, পেরু নিয়ন ইত্যাদি। টেবিলে, কর্নারে, ব্যালকনিতে বা ঝুলন্ত অবস্থায় একে রাখা যায়। বাতাসে বিশুদ্ধ অক্সিজেন বাড়িয়ে দিয়ে স্বাস্থ্যের উন্নতি করে, ঘরের ব্যাকটেরিয়া জীবাণু শোষণ করে ।

স্পাইডার প্ল্যান্ট

স্পাইডার প্লান্ট ইনডোর প্লান্ট এর মাঝে অন্যতম। নাসা’র মতে এই গাছ ঘরের শতকরা ৮ ০ শতাংশ দূষিত বাতাস বিশুদ্ধ করে। সরু এই গাছটি সাধারণত ২ থেকে ১০ ইঞ্চি লম্বা হয়। পাতার রঙ সবুজের মধ্যে সাদা ডোরাকাটা। তবে মাঝে মাঝে শুধু সবুজও হয়। গাছ থেকে বের হয় ছোট ডাল। ডালের মাথায় ফুটে সাদা সাদা ফুল। ফুল থেকে হয় ছোট চারা গাছ।

 

Indoor plant

এলোভেরা প্ল্যান্ট

এলোভেরা সম্পর্কে একটি মজার তথ্য হচ্ছে যখন বাতাসে থাকা ক্ষতিকর কেমিকেলের পরিমাণ খুব বেশি বেড়ে যায়, তখন এর পাতায় ছোট ছোট বাদামি দাগ পড়ে যায়। এমনকি ঘরের বাতাস বিশুদ্ধ করতেও এলোভেরার অবদান আছে। এটি বাতাসে থাকা বেনজিন, ফরমালডিহাইড দূর করতে খুব কার্যকরী। যার মাধ্যমে আপনি সহজেই আপনার ঘরে থাকা বিষাক্ত পদার্থের মাত্রা বুঝে নিতে পারবেন।

স্নেক প্ল্যান্ট

সাপের মতো দেখা যায় বলে এই গাছের নাম স্নেক প্লান্ট। কোনটা সবুজ, কোনোটা গাড়ো সবুজ, কোনটা সাদা সবুজ পাতায় বিভিন্ন রকমের শেড দেখা যায়। গাছের পাতাগুলো পুর ু এবং রসালো দেখতে খুবই সুন্দর। এটা শিকড় দেখতে বেশ আকর্ষণীয়। গাছটি স্বচ্ছ কাঁচের পাত্রে রাখলে শিকড়ের সৌন্দর্য দেখা যায়।

snack plant.

 

লাকি ব্যাম্বো

কিছুটা বাঁশের মত দেখতে তায়েক লাকি বাম্বু নামে ডাকা হয়। সবুজ পাতা, হালকা সবুজ পাতা, হালকা হলুদ সবুজ বিভিন্ন দাগের উপস্থিতি দেখা যায় এই গাছে। এই গাছের পাতা যেমন সুন্দর তেমনি সুন্দর তাদের শিকড় গুলা। স্বচ্ছ কাঁচের পাত্রে এদের শিকড় গুলা অনেক সুন্দর দেখা যায় স্বচ্ছ কাজের পাত্রে এই গাছটি আপনার পড়ার টেবিল অথবা অফিস টেবিলের সৌন্দর্য বৃদ্ধি করবে।

Lucky Bamboo

ইনডোর প্লান্ট এর পরিচর্যা

ঘরে যে কোন স্থানে ইনডোর প্লান্ট রাখতে পারবেন তবে খেয়াল রাখতে হবে একটু আলো বাতাস প্লান্টের গায়ে লাগে। সপ্তাহে অথবা কিছুদিন পর পর রোদে দিতে হবে। প্লান্টে পানি দেওয়ার দিকে একটু নজর দিতে হবে কারণ অতিরিক্ত পানি ইন্ডোর প্ল্যান্টের জন্য ক্ষতিকারক। বছরে একবার জৈব সার মিশ্রিত মাটি পরিবর্তন করতে হবে। পাতায় ধুলাবালি থাকলে সেগুলো পরিষ্কার করে দিতে হবে তা না হলে সৌন্দর্য ব্যাহত হবে। মরা ডাল পাতা কেটে দিতে হবে। যদি সম্ভব হয় মাঝে মাঝে স্থান পরিবর্তন করে দিতে হবে। পাতায় ছত্রাকের আক্রমণ হলে ছত্রাক নাশক ওষুধ স্প্রে করতে হবে।

আপনার শখের ইনডোর প্লান্ট এর গোড়ায় কালারফুল পাথর দিন তাতে আপনার গাছগুলোর সৌন্দর্য বৃদ্ধি হবে এবং সাথে টবের মাটি ও দেখা যাবে না। যেসব ইনডোর প্লান্ট পানিতেই থাকে, সেই গাছের গ্লাস জারেও পাথর রাখা যাবে।

China Color Stone

কোথায় পাবেন

আজকাল রাস্তার পাশে অনেক জায়গায় ইনডোর প্লান্ট বিক্রি করে সেখান থেকে প্ল্যান্টগুলো কালেকশন করতে পারবেন। অথবা অনেক নার্সারি আছে একটু খোঁজ করলেই অনায়াসে পেয়ে যেতে পারেন ইনডোর প্লান্ট। আজকাল অনলাইনে অনেক ইনডোর প্ল্যান্ট পাওয়া যায় যেখান থেকে একটু দেখে শুনে কিনতে পারবেন।আপনার ইনডোর প্লান্ট কে আরো সুন্দর এবং আকর্ষণীয় করতে সিরামিকের এবং কাঁচের টব কিনতে পারবেন।অনলাইনে অনেক প্রতিষ্ঠান আছে যেখানে সিরামিকের বিভিন্ন ধরনের টব বিক্রি করে।সিরামিকের এই টব গুল া আকার এবং রঙের ভিত্তিতে ১০০ থেকে ১২০০ টাকার মধ্যে পাওয়া যায়। এমন একটি প্রতিষ্ঠান Awal Express যেখানে সিরামিকের টপ বিক্রি করে আপনারা ওয়েবসাইট থেকে খুব সহজেই সিরামিকের টব কিনতে পারবেন।তবে লক্ষ্য রাখতে হবে সিরামিকের টব গুলার নিচে যেন ছিদ্র থাকে।