নিয়মিত যত্ন ছাড়াও বেঁচে থাকা ইনডোর প্ল্যান্ট 

ইট পাথরের চার দেয়াল আমাদের দৈনন্দিন জীবনকে আবদ্ধ করে রেখেছে, এই আবদ্ধ জীবনকে একটু সতেজতা দিতে পারে ইনডোর প্ল্যান্ট। ইনডোর প্লান্ট যেমন বিশুদ্ধ বাতাস দেয় তেমনি ঘরের সৌন্দর্য ও বৃদ্ধি করে। মনকে শান্ত ও সজগতা মুক্ত রাখে।

বেশিরভাগ শহরের ঘরে পর্যাপ্ত সূর্যের আলো ঢোকে না তাই অনেকে ইনডোর প্লান্ট কিনতে মুখ ফিরিয়ে নেন। তাই জেনে রাখা ভালো এমন কিছু ইনডোর প্লান্ট আছে যেগুলো স্বল্প আলো এবং ছায়া বেশি পছন্দ করে না তেমন কিছু গাছ আপনারা পছন্দের তালিকায় রাখতে পারেন আপনার ঘরে রাখা জন্য।

নিয়মিত যত্ন ছাড়াও বেঁচে থাকা ইনডোর প্ল্যান্ট

জেট জেট প্লান্ট, যাদের জন্য গাছপালা বাঁচানো খুব বেশি কষ্টের কিংবা বেশি সময় দিতে পারেন না তাদের জন্য জেড জেড প্লান্ট একটি আদর্শ গাছ। স্বল্প আলোতে গাছটি বেঁচে থাকতে পারে এমনকি কৃত্রিম আলোতেও গাছটি বাঁচে থাকতে পারে। এই গাছটিতে পানি খুব কম লাগে তাই অল্প পরিমাণ পানি দিলেও চলে অথবা যদি পানি দিতে ভুলেও যায় তাহলে গাছ মারা যায় না এক কথায় অবিনশ্বর একটা গাছ। তবে গাছটির পাতা বিষাক্ত তাই বাচ্চাদের নাগালের বাইরে রাখুন।

 

Indoor Plant

পিস লিলি, কোম সূর্যলোক ও কম রক্ষণাবেক্ষণে বেঁচে থাকতে পারে পিস লিলি। গাছটিতে খুব বেশি যত্ন নিতে হয় না সামান্য যত্নের প্রয়োজন হয়। নিয়মিত পানি দিতে হবে তবে গাছটির জন্য অতিরিক্ত পানি ক্ষতিকর। তাই যে টব টিতে এই গাছ লাগানো হয় তাতে যেন ড্রেনেজ ব্যবস্থা থাকে। অতিরিক্ত পানি না জমে থাকে। পাতায় সামান্য ময়লা পড়লে সহজে ধুয়ে ফেলা যায় বা মুছে ফেলা যায়।

ড্রেসিনা, এই গাছে যত্ন নেওয়া খুবই সহজ। আকারে ছোট হলেও পাতাগুলো বেশ বড়। উজ্জ্বল এবং পরোক্ষ আলো পছন্দ করলেও ঘরের মধ্যে কম আলোতে থাকতে পারে। অন্যান্য কাছে তুলনায় পানি কম দিতে হয় এমনকি শুধু পানিতেও বেঁচে থাকতে পারে এই গাছটি

Indoor Plant

অ্যালোভেরা ,অ্যালোভেরা ঘৃতকুমারী নামেও পরিচিত। এই উদ্ভিদে অনেক ঔষধি গুণ পাওয়া যায়, পাশাপাশি ত্বক, চুল ভালো রাখতেও এর জুড়ি মেলা ভার। বাড়ির মধ্যে রাখার জন্য এটি সবথেকে ভালো বিকল্প। অ্যালোভেরা বাতাস পরিশোধন এবং ঘর ঠান্ডা করার আদর্শ গাছ। এই গাছটি বৃদ্ধি করতে খুব বেশি জল এবং সূর্যের আলোর প্রয়োজন হয় না। এই গাছ বায়ুতে থাকা ফর্মালডিহাইড, বেনজিন এবং কার্বন মনোঅক্সাইড অপসারণ করে।

 

স্পাইডার প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্ট এমন একটি উদ্ভিদ যা বায়ু বিশোধকের মতো কাজ করে। এই উদ্ভিদটি বাতাস থেকে জাইলিন, বেনজিন, ফর্মালডিহাইড এবং কার্বন মনোঅক্সাইডের মতো ক্ষতিকারক উপাদানগুলি ফিল্টার করে। এই গাছের পিছনে বেশি সময় দিতে হয় না, পরিচর্যার জন্য বেশি কষ্ট করার প্রয়োজন পড়ে না।

Spider plant