কিছু উপায়ে আপনার বারান্দাকে করে তুলুন আরও আকর্ষণীয়।
বর্তমান শহরের জীবন অনেক বেশি যান্ত্রিক হয়ে গেছে। চারিদিকে ইট আর পাথরের দালান কোঠা যেন আমাদের ঘিরে ধরেছে। অনেকের বাসায় সামান্য পরিমাণ সূর্যের আলো পর্যন্ত দেখা যায় না। দিনের বেলায় বৈদ্যুতিক লাইট না থাকলে কিছুই দেখা যায় না। তার মধ্যে সামান্য আলো দেখা যায় বারান্দাতে। আর সেই বারান্দাটাকে সাজাতে পারেন নিজের মনের মত করে। আপনি চাইলে আপনার সুন্দর বারান্দাটাকে আরো মুগ্ধকর করে সাজাতে পারেন। আপনি খুব সহজেই নার্সারি থেকে বিভিন্ন রকমের গাছ কিনে এনে আপনার বারান্দা সাজাতে পারেন।

বিভিন্ন ধরনের গাছ দিয়ে বারান্দা সাজান যারা বাগান করতে ভালোবাসেন তাদের জন্য বারান্দা একটি রাজকীয় সুযোগ। তবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত গাছপালা এনে বারান্দা হিজি বিজি করা যাবে না। অতিরিক্ত গাছপালা বারান্দার সৌন্দর্য বৃদ্ধি না করে আরও সৌন্দর্য নষ্ট করে। সুন্দর দেখা যাবে এমন কিছু গাছ সংগ্রহ করতে পারেন। ছোট ছোট ফুল ল ধরে এমন কিছু গাছ কিনতে পারেন । কিছু ঝুলন্ত গাছ বারান্দায় ঝুলিয়ে রাখতে পারেন। পাতাবাহার জাতীয় কিছু গাছ সংগ্রহে রাখতে পারেন। তবে গাছ গুলো লাগানোর জন্য সুন্দর অনেক সিরামিকের টব কিনতে পারেন। সিরামিকের টব আপনার গাছ গুলোকে আরো আকর্ষণ করে তুলবে।বাজারে অনেক ধরনের সিরামিকের টব পাওয়া যায়।
বসার জায়গা রাখতে পারেন সুন্দর বারান্দায় বিকালে একটু বসে সময় কাটাতে পারেন, তাতে আপনার মন ও শরীর দুটাই ভালো থাকবে। এ জন্য বারান্দায় রাখতে পারেন ছোট টুল কিংবা মুড়া।কোন স্ট্যান্ডের উপর গ্লাস লাগিয়ে বানিয়ে ফেলতে পারেন ছোট টেবিল। বারান্দায় বসে শুনতে পারেন কিছু গান অথবা দিতে পারেন প্রিয়জনের সঙ্গে আড্ডা গাছে ভরা বারান্দায় কেটে যাবে আপনার সুন্দর মুহূর্ত সে বিষয়ে কোনো অবকাশ নাই।
কৃত্রিম ঝর্ণা সারাদিনের ক্লান্তি ও মনের অশান্তি দূর করতে পানি শব্দ একটা জাদুকারি জিনিস। তবে এতে আপনার খরচ কিছুটা বেড়ে যাবে। প্রকৃতির ঝরনার পাশে কল কল শব্দ যদি সহজে না পাওয়া যায় তাহলে কৃত্তিম এই ঝর্ণার শব্দ আপনার অনুভূতিটাকে সত্যিই পাল্টে দেবে।
উন্নতমানের আলো মনের মত কর বারান্দা সাজাতে আপনার বারান্দাকে সুন্দর মত আলোকিত করতে হবে। নানা রঙের বাহারি লাইট কিনতে পাবেন। সন্ধ্যার পরে এই লাইটগুলো আপনার বারান্দার চিত্র পাল্টে দেবে। দূর থেকে আপনার বান্দাটাকে খুবই সুন্দর দেখাবে। মৃদু আলো হয় এমন লাইট ব্যবহার করতে পারেন। তাছাড়া চাইলে টেবিল ল্যাম্প ও ব্যবহার করতে পারেন।
ওয়ালমেট বারান্দার এক ওয়ালে ঝুলাতে পারেন একটি সুন্দর ওয়ালমেট যা আপনার বারান্দার সৌন্দর্য আরো ফুটিয়ে তুলবে।

