Lucky Bamboo Tree
ঘরে লাকি ব্যাম্বু রেখেছেন ? কী ভাবে যত্ন নিলে দীর্ঘ দিন গাছ ভাল থাকবে ?
অত্যন্ত কম যত্নে ভাল থাকে লাকি ব্যাম্বু গাছ । তবু গাছের যত্নে ধারাবাহিকতা থাকা জরুরি।কীভাবে লাকি ব্যাম্বুর যত্ন নেবেন ?
আলো, লাকি ব্যাম্বুর জন্য প্রয়োজন অল্প আলো। কম থেকে মাঝারি আলোয় ভাল থাকে এই গাছ। তাই বারান্দায়, জানলার ধারে, যেখানে সরাসরি সূর্যের আলো এসে পড়ে, সেখানে গাছ রাখা বাঞ্ছনীয় ।
পাতা, অনেক সময়েই গাছের পাতার ডগা হলদেটে হতে শুরু করে। পাতা শুকিয়ে যাওয়া, নুইয়ে পড়ার লক্ষণও দেখা যায়। আসলে জলে অতিরিক্ত নুন কিংবা আয়রনের মাত্রা থাকলে এই ধরনের সমস্যা তৈরি হয়। তা হলে যেমন নিয়মিত জল পরিষ্কার করা দরকার, তেমনই সাধারণ কলের জলের পরিবর্তে পরিস্রুত জলও ব্যবহার করতে পারেন। হলদেটে পাতার অংশ ছেঁটে ফেলতে পারেন
মাটি, জলের পাশাপাশি মাটিতেও অনেকে এই গাছ পোঁতেন। সে ক্ষেত্রে জল দেওয়ার সময়ে খেয়াল রাখুন, মাটি যেন জলে একেবারে ভেজা না থাকে। মাটির উপরের ভাগ শুকিয়ে এলে তবেই জল দিন।
লাকি ব্যাম্বুর যত্ন
Awal Express supplies permanent logo branding and lucky bamboo plants with ceramic tubs for various company promotions.



